নিজস্ব প্রতিনিধি, মনুঘাট, ১৪ নভেম্বর : শ্যামামায়ের আরাধনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের জন্য চির পরিচিত লংতরাইভ্যালী মহকুমার মনুঘাট আপনজন ক্লাব।এবারও ব্যতিক্রম হয়নি মহকুমার প্রাচীন এই ক্লাবের কর্মসূচি। এবার গরীব দুঃস্থ পরিবারদের পাশে দাঁড়িয়েছে এই ক্লাবের সদস্যরা। ইতিমধ্যেই প্রায় শীতের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এই কথা মাথায় রেখে গরীব দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শীতের কম্বল।
এদিনের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু-ছৈলেংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, সমাজসেবী ব্রজলাল ত্রিপুরা সহ একাধিক এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব। ক্লাব কর্মকর্তা তপন মজুমদার জানিয়েছেন, মহকুমার পুরানো ক্লাবগুলির মধ্যে একটি হচ্ছে আপনজন ক্লাব। প্রতিবছরই তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নেন। একবছরও তার ব্যতিক্রম হয়নি। দুদিন ধরে প্রসাদ বিতরণের পাশাপাশি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজো উপলক্ষে প্রতিবছরই কখনো বস্ত্র তো কখনো কম্বল বিতরণ করা হয়। একই ভাবে এবারেও কম্বল বিতরণ করা হয়েছে ক্লাবের তরফে।