কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসাং তামসাং মঙ্গলবার প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যাণ্ডেল বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসাং তামসাং-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমার, পাহাড়ের লেপচা মানুষ এবং আমাদের সকল সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি। তিনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমাকে তাঁদের সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। আমার বইগুলি তাঁদের ভাষায় অনুবাদ করেছিলেন। একজন ভালো মানুষ এবং একজন মহান জনসেবক ও নেতা ছিলন তিনি। আমাকে শোকদগ্ধ করে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সম্প্রদায়ের প্রতি সমবেদনা রইল।”
2023-11-14