আগামীকাল সচিনের ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙার সামনে কোহলি

মুম্বই, ১৪ নভেম্বর (হি.স.): আগামীকাল মুম্বইয়ের ওয়াংখেড়েতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। এই ম্যাচেই সচিন টেন্ডুলকারের ২০ বছরের পুরনো এক রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। কি সেই রেকর্ড? ২০ বছর আগে অর্থাৎ ২০০৩ সালে সচিন টেন্ডুলকার ওডিআই বিশ্বকাপে ১১টি ম্যাচে ৬৭৩ রান করেছিলেন। যে রেকর্ডটি গত ২০ বছর ধরে অক্ষত রয়েছে। এবার বিরাট কোহলির সামনে এসেছে সেই রেকর্ড ভাঙার।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯টি ম্যাচে বিরাট কোহলি করেছেন ৫৯৪ রান। রয়েছে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফসেঞ্চুরি। বিরাট যদি আগামীকাল কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের বিরুদ্ধে আর ৮০ রান করেন, তা হলেই তিনি সচিনের এক ওডিআই বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড ভেঙে ফেলবেন।

একদিনের বিশ্বকাপে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটাররা হলেন-

**সচিন টেন্ডুলকার – ৬৭৩ (২০০৩)

**ম্যাথু হেডেন – ৬৫৯ (২০০৭)
**রোহিত শর্মা – ৬৪৮ (২০১৯)

*বিরাট কোহলি – ৫৯৪ (২০২৩)
এ ছাড়াও বিরাট কোহলির সামনে রয়েছে আগামীকাল সেঞ্চুরি করে সচিন টেন্ডুলকারকে ছাপিয়ে যাওয়ার। আগামীকাল দেখার সেই কীর্তি বিরাট গড়তে পারেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *