আগরতলা, ১৪ নভেম্বর : বিশ্বের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু। পাশাপাশি শিশুদের অনুপ্রেরণার উৎসও ছিলেন তিনি। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দেশ গঠনের কাজে বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকের মত তাৎপর্য দিনেকে ভারত সরকার ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। আজ পণ্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মদিনে একথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।
দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন প্রথমে জাতীয় পতাকা দলীয় পতাকা উত্তোলন সহ পন্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতারা। তারপর কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়ে গান্ধীঘাট শহীদবিতে মাল্যদান করলেন কংগ্রেস নেতৃত্বরা।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মদিন। বিশ্ব শান্তির পক্ষে তাঁর বিভিন্ন পদক্ষেপ আজও বিশ্ববাসী স্মরণে রেখেছেন। বিশ্বের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত ছিলেন পণ্ডিত জহরলাল নেহেরু। পাশাপাশি শিশু ও যুবকদের অনুপ্রেরণার উৎসও ছিলেন তিনি।