আগরতলা, ১৩ নভেম্বর : দীপাবলির রাতে আগুনে পুড়ে ছাই বসত ঘর। গতকাল রাতে মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা বিশাল দেবের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আতশবাজীর ফুল্কি থেকে আগুনে সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক।
বাড়ির মালিক বিশাল দেব জানিয়েছেন, গতকাল রাতে দীপাবলি উপলক্ষে বাজি পুড়ানো হয়েছিল। তখন আতশবাজির ফুল্কি এসে ঘরের মধ্যে পড়ে। কিছু ক্ষণ পর আগুন লাগার দৃশ্য দেখতে পায় পরিবারের সদস্যরা। তখন পরিবারের সদস্যদের চেঁচামেচিতে এলাকার স্হানীয়রা জড়ো হয়। সাথে সাথে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে। কিন্তু ততক্ষণে ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রতিবেশী ও দমকলকর্মী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় মাস্টারপাড়া। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বাড়ির মালিক।