ডালখোলা, ১৩ নভেম্বর (হি. স.) : উত্তর দিনাজপুরের ডালখোলায় পাটের গোডাউনে আগুন। সোমবার সন্ধ্যায় ১২ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মল্লিকপুর মোড় ও বাসস্ট্যান্ডের মাঝে থাকা একটি পাটের বন্ধ গোডাউনে হঠাৎই আগুন দেখতে পান স্থানীয়রা।
এরপর স্থানীয়রা বাসিন্দারা দমকলে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। তবে গোডাউনে থাকা বেশ কিছু পাট নষ্ট হয়ে যায়। যদিও কীভাবে ওই গোডাউনে আগুন লাগল, তা জানা যায়নি। অনেকেরই ধারণা, আতশবাজি থেকেই এই আগুন লেগেছে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।

