কলম্বো, ১২ নভেম্বর(হি.স.): আইসিসি শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করার পর, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে শ্রীলংকা। একথা জানিয়েছেন শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ এনে গত শুক্রবার শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এসএলসিতে দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ নিয়ে কিছুদিন ধরেই শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গন উত্তাল ছিল। আর এর পরই শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করে আইসিসি।
শ্রীলংকার ক্রীড়া মন্ত্রী আইসিসির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘এটা ঠিক হয়নি। যখন আইসিসি কিংবা অন্য কোনো সংস্থা নিষেধাজ্ঞা দেয়, তখন দীর্ঘ একটা প্রক্রিয়া মানা হয়। কিন্তু এটা বিস্ময় হয়ে এসেছে এবং সেটা নৈতিকতাবিরোধীও। তারা আমাদের দেশকে এভাবে কীভাবে অভিযুক্ত করতে পারে।’
সেই সঙ্গে তিনি আরও বলেছেন, ‘শ্রীলঙ্কার ওপর আরোপ করা আইসিসির এ নিষেধাজ্ঞা অবৈধ। অভিযোগের জবাব দেওয়ার সুযোগ না দিয়েই হীন উদ্দেশ্যে আমাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’আইসিসির বিরোধ মীমাংসা কমিটিতে (ডিআরসি) আপিল করার কথা জানিয়েছেন রোশান রানাসিংহে। তিনি জানিয়েছেন, ডিআরসি থেকে আমরা কোনো সমাধান না পেলে সুইজারল্যান্ডে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টের দ্বারস্থ হব।’ সুইজারল্যান্ডে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট হল সর্বোচ্চ ক্রীড়া আদালত।

