BRAKING NEWS

বরিষ্ঠ অ্যাথলেট শেফালী বর্ধনের স্বর্ণপদক সামান্য ভুলে সোনা হাতছাড়া জবা পাল দত্তের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। বরিষ্ঠ অ্যাথলেট শেফালী বর্ধনের স্বর্ণপদক জয়। সামান্য ভুলের জন্য স্বর্ণপদক হাতছাড়া হলো জবা পাল দত্তের। ‌ ভারতীয় শিবিরে বিশেষ করে ত্রিপুরা টেন্টে দারুন খুশির হাওয়া। তবে একটুখানি দুঃখ রয়েছে জবা পাল দত্তের বিষয়টা নিয়ে। শেফালী বর্ধন সত্তর থেকে ৭৪ বছর গ্রুপে মহিলা বিভাগে ৮০ মিটার হার্ডেলস দৌড়ে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে। এদিকে, মহিলা বিভাগে ৬০ থেকে ৬৪ বছর গ্রুপে জবা পাল দত্ত সবার আগে দৌড়ে ৮০ মিটার হার্ডেল রেসে শেষ প্রান্তে পৌঁছুলেও হার্ডেল টপকানোর সময় একটি হার্ডেলে হাত লেগে গেছে বলে ট্র্যাক জাজ-এর নজরে এসেছে। বিষয়টা ট্র্যাক এন্ড ফিল্ড অ্যাথলেটিক্স ইভেন্টের রুলস এন্ড রেগুলেশন অ্যাক্ট-এর গ্যারাকলে জবা পাল দত্তকে ডিসকোয়ালিফাই হতে হয়েছে। স্বাভাবিক কারণে স্বর্ণপদক হাতের মুঠোয় পেয়েও টেকনিকাল ফল্ট এর কারনে হাতছাড়া হতে হলো। এদিকে, আজ পুরুষদের বিভাগে ৫০ থেকে ৫৪ বছর গ্রুপে ২০০ মিটার দৌড়ে নারায়ণ ঘোষ কোয়ালিফাইং রাউন্ডে জয়ী হয়ে চূড়ান্ত প্রতিযোগিতার জন্য বাছাইকৃত হয়েছেন। উল্লেখ্য, ফিলিপাইন্স-এ নিউ ক্লার্ক সিটিতে ২২ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের হয়ে ত্রিপুরার অ্যাথলেটরা প্রত্যাশিত সাফল্য এনে দিচ্ছে। ২৮টি এশিয়ান কান্ট্রি এতে অংশগ্রহণ করেছে। তবে আনন্দের বিষয়, ভারত কিন্তু দেড় শতাধিক পদক জয়ের মধ্য দিয়ে পদক তালিকার শীর্ষে অবস্থান করছে। ‌ আগামীকাল প্রতিযোগিতার শেষ দিন। অবশিষ্ট ইভেন্ট গুলোতে ভারতের তথা ত্রিপুরার অ্যাথলেটরা আরও সাফল্য পাবে বলে আশাবাদী। বিশেষ করে ভারতীয় রিলে টিমে ত্রিপুরার অ্যাথলেটের ডাক আসতে পারে বলেও অনুমান করা যাচ্ছে। স্বাভাবিক কারণে আরও পদকের আশা করাই যেতে পারে। প্রথম দিনে ত্রিপুরার অ্যাথলেট লাকি রায়ের পায়ে চোট পাওয়ার কারণে পদক হাত ছাড়া হওয়ার বিষয়টাও ত্রিপুরা টেন্টে স্পোর্টসম্যান স্পিরিটে একটু হলেও প্রভাব পড়েছে। ৮০০ মিটার দৌড়ের একেবারে শেষ প্রান্তে ১০ মিটার পেছনে পৌঁছুলে লাকি রায়ের পায়ের ট্যান্ডনে হঠাৎ চোট লেগে যায়। দৌড় সম্পন্ন না হলেও শেষ পর্যন্ত পায়ে ব্যান্ডেজ করে এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন। প্রত্যাশা আগামী সময়ে চোট সারিয়ে সুযোগ পেলে লাকি অবশ্যই তার দক্ষতার পরিচয় দিতে পারবে বলে অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *