মৃত বিজেপি কর্মীর বাড়িতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, নিরপেক্ষ তদন্তের দাবী

বাঁকুড়া, ৯ নভেম্বর (হি.স.) : বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার নিধিরামপুরে মৃত বিজেপি কর্মীর বাড়িতে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃসুভাষ সরকার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন ছাতনার বিধায়ক সত্যনারায়ন মুখোপাধ্যায় ও শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি।

এদিন সকালে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মৃতের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। প্রতিনিধি দলটি গ্রামে পৌঁছাতেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপি কর্মী শুভদীপ মিশ্র ওরফে দীপুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বুধবার থেকে উত্তাল ছিল ওই নিধিরামপুর গ্রাম। পুলিশের সাথে কথা বলার সময় পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে তুমুল বচসায় জড়িয়ে পড়েন ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একসময় উত্তেজনা এতটাই চরমে ওঠে যে পুলিশের এক আধিকারিক ও বিধায়ক উভয়েই মারমুখী হয়ে ওঠেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও দুই বিধায়ক। পুলিশ তাদের প্রশ্নের জবাব ঠিকমত না দেওয়াতেই ছাতনার বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায় উত্তেজিত হয়ে পড়েন বলে জানা গেছে । শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত , শুভদীপ ওরফে দীপু মিশ্র এক প্রতিবেশী বধূর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে বাড়ি ছাড়া ছিলেন। মঙ্গলবার বাড়ি ফিরেন তিনি। রাতে কখন বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তা তার বাড়ির লোক টের পান নি। সকালে বাড়ির কাছেই শিব মন্দির ও প্রাথমিক বিদ্যালয় চত্বরের মাঝে একটি বট গাছের ডালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ তার মৃত্যু স্বাভাবিক নয়। বাড়ির লোকের অভিযোগ দীপুকে খুন করা হয়েছে। এই মর্মে দীপুর বাবা নন্দ মিশ্র অভিযুক্ত মহিলা, তার স্বামী ও দেওর এবং তারই ২ জন আত্মীয় মোট ৫ জনের নামে থানা খুনের অভিযোগ দায়ের করেছেন। মহিলা ও তার স্বামী এবং দেওরকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুজন পলাতক বলে জানিয়েছে পুলিশ। কিন্তু মন্ত্রী ও বিধায়কদের দাবি পুলিশ পলাতক বললেও তারা প্রভাবশালী তৃণমূলের লোক হওয়ায় পুলিশ গ্রেফতার করেছে না। এই নিয়েই পুলিশ আধিকারিককের সঙ্গে জড়িয়ে পড়েন বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়। সাংসদ তথা মন্ত্রী সুভাষ সরকার বলেন সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি আমরা। তিনি বলেন দীপুর খুনীদের কঠোর শাস্তির দাবিতে সারা বাংলা উত্তাল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *