দুর্গাপুর, ৯ নভেম্বর (হি.স.) : ফের বন্ধ কারখানায় সশস্ত্র ডাকাতি। নিরাপত্তারক্ষীদের গাছে বেঁধে, সিসিটিভি ভেঙে বন্ধ কারখানায় কয়েক লক্ষ টাকার যন্ত্রাংশ নিয়ে চম্পট দিল দুস্কৃতীদের দল। বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়াল কাঁকসা জঙ্গলমহলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনায় জানা গেছে, কাঁকসার সুন্দিয়াড়া এলাকায় রয়েছে বন্ধ কারখানাটি। একসময় ঠান্ডা পানীয় তৈরী হত। বছর কয়েক আগে সেটি বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার রাত ১ টা নাগাদ ২৫ জনের একটি দুস্কৃতী দল হানা দেয় বলে অভিযোগ। সি়ড়ি দিয়ে কারখানার ভেতর ঢোকে। তারপর ভেতরে বেশ কয়েকটি সিসিটিভি এবং কারখানার ভেতর বেশ কয়েকটি সিসিটিভি নষ্ট করে দেয়। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কর্মরত একজন বন্দুকধারী সহ ৩ নিরাপত্তারক্ষীকে গাছে বেঁধে রাখে। তাদের মারধোর করা হয়। তারপর লুটপাঠ চালায়। ১০টি জেনারেটর, ৪টি হেভি মোটর, বেশ কিছু পাইপ সহ প্রায় ২লক্ষ টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় ডাকাত দল। নিরাপত্তারক্ষীরা ফোন করে কারখানা কর্তৃপক্ষকে এই ডাকাতির ঘটনার খবর দেয়। কারখানা কর্তৃপক্ষ খবর দেয় কাঁকসা থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা রক্ষীদের উদ্ধার করে। ঘটনার তদন্ত নেমেছে কাঁকসা থানার পুলিশ। দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।