উত্তর ২৪ পরগনা, ৮ নভেম্বর (হি.স.) : ফের গুলির ঘটনা ঘটল টিটাগড়ে। মৃত ওই যুবকের নাম মহম্মদ হাসান। তাঁর বাড়ি টিটাগড়ের উড়ানপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে হাসান বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। আচমকা কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলি লাগে হাসানের। বাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাসান।
এরপর পরিবারের লোকজন হাসানকে বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় টিটাগড়ে। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
উত্তর ২৪ পরগনা, ৮ নভেম্বর (হি.স.) : ফের গুলির ঘটনা ঘটল টিটাগড়ে। মৃত ওই যুবকের নাম মহম্মদ হাসান। তাঁর বাড়ি টিটাগড়ের উড়ানপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার বিকেলে হাসান বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। আচমকা কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। মাথায় গুলি লাগে হাসানের। বাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন হাসান।
এরপর পরিবারের লোকজন হাসানকে বিএন বোস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় টিটাগড়ে। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।