তুফানগঞ্জ, ৮ নভেম্বর (হি.স.) : স্কুল চলাকালীন তুফানগঞ্জ থানার অন্তর্গত টাকুয়ামারি রবীন্দ্রনাথ এমএলকে স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা। বুধবার বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুল লাগায়ো পাড়ায়। আতঙ্ক দানা বেঁধেছে পড়ুয়াদের মধ্যে। আতঙ্কে অভিভাবকেরাও।
সূত্রের খবর, একটি বোমা পড়ে ছিল স্কুলের অফিস ঘরের সামনে, অন্যটি ছিল স্কুলের মধ্য়েই একটি শ্রেণিকক্ষের সামনে। বোমা নিয়ে শোরগোলের মধ্য়েই খবর যায় তুফানগঞ্জ থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করা হয় বোমা দু’টি।
এদিকে যে জায়গা থেকে বোমাদুটি উদ্ধার হয়েছে তার পাশেই আবার রয়েছে টাকুয়ামারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুলটি খোলা থাকলেও এমএসকে স্কুল বন্ধ ছিল বলে জানা যাচ্ছে। স্কুল খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত পড়ুয়ারা। গোটা ঘটনা থতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।