আগরতলা, ৮ নভেম্বর: জল আনতে গিয়ে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুই সন্তানের জননীর। আজ দুপুরে দক্ষিণ চড়িলাম কড়ুইমুড়া এলাকায় স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে।
জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ দুপুরে দক্ষিণ চড়িলাম কড়ুইমুড়া এলাকার বাসিন্দা এলাকার বাসিন্দা দীপু নমঃ জল আনতে গিয়েছিলেন। তখন আগরতলা- সাব্রমগামী রেলের কাটা পড়ে মৃত্যু হয়েছে তাঁর। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্হলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিশ্রামগঞ্জ সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। ওই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

