বিলোনিয়া , ৭ ই নভেম্বর :-ঋষ্যমুখ ব্লকের অন্তর্গত জয়কাতপুর স্কুলে মশা জাতীয় একধরনের পোকার তীব্র আক্রমনে অতিষ্ট বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা গণ । জানা গেছে গত তিনদিন স্কুলে ঝাঁকে ঝাঁকে এই মশা জাতীয় পোকাগুলি বাসা বেঁধেছে। স্কুল পড়ুয়া থেকে শিক্ষক – শিক্ষিকা সকলেই পোকাগুলির কামড়ে অতিষ্ট।
সোমবার বিদ্যালয় প্রধান শিক্ষক জেলা শিক্ষা আধিকারিক ও বিদ্যালয় পরিদর্শকে বিষয়টি চিঠি দিয়ে জানানো হয়েছে স্কুলের তরফে। মঙ্গলবার বিষয়টি জানতে পেরে দক্ষিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস ও মতাই হাসপাতালের চিকিৎসকের এক প্রতিনিধিদল জয়কাতপুর স্কুল সহ স্কুলের পার্শবর্তী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দক্ষিন জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুব্রত দাস সাংবাদিকদের জানান স্কুলের ক্লাশ রুম থেকে বারান্দার দেওয়ালে সর্বত্র ব্যাপক মশা জাতীয় পোকা বাসা বেধে রয়েছে। তিনি বলেন মশা জাতীয় পোকা হলেও এগুলি মশা নয়। তবে এই পোকার কামড়ে শারীরিক কোন সমস্যা হয় বা হতে পারে তা এখনো জানা যায়নি।
এদিকে বিদ্যালয় কতৃপক্ষ ও জেলা শিক্ষা আধিকারিককে আবেদন করা হয়েছে যতদিন স্কুলের পোকার আক্রমন বন্ধ না হয় ততদিন যেন স্কুল বন্ধ রাখা হয়। স্কুল কতৃপক্ষ আগামী তিন দিন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন স্কুৃলের পাশাপশি এলাকায় বিভিন্ন বাড়ী ঘরেও পরিদর্শন করা হচ্ছে । আর কোথাও এমন পোকা আছে কিনা। যদিও কোথাও তেমন কিছু পাওয়া যায়নি বলে জানান তি j।
এদিকে স্কুলের পোকা তাড়াতে স্কুল কতৃপক্ষ থেকে অভিভাবকরা ধোয়া দিয়ে পোকা তাড়ানোর চেষ্টা করলেও কোনভাবেই পোকাগুলিকে তাড়ানো যাচ্ছেনা বলে স্কুলের পক্ষ থেকে জানানো হয়। স্কুলে অজানা পোকার আক্রমনে স্কুল সহ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্ঠি হয়েছে।