BRAKING NEWS

রাজ্যভিত্তিক ওয়া উৎসবের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ নভেম্বর : তৈকর্ম দ্বাদশশ্রেনী বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী রাজ্যভিত্তিক ওয়া উৎসবের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক।

শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্র মনুর তৈকর্ম দ্বাদশ শ্রেনী বিদ্যালয় মাঠে দুইদিনব্যাপী রাজ্যভিত্তিক ২০তম ওয়া ফেষ্টিবলের আয়োজন করা হয়।  এই ফেষ্টিবলটি মগ সম্প্রদায়ের ফেষ্টিবল।
 আজকের এই ওয়া ফেষ্টিবলের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন কেন্দ্রীয়মন্ত্রী প্রতিমা ভৌমিক।  আজকের এই অনুষ্ঠানে উদ্ভোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, মনু বিধানসভাকেন্দ্রের বিধায়ক মাইলাফ্রু মগ, এম ডি সি কনজই মগ, এম ডি সি সঞ্জীব রিয়াং, শান্তির বাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।
  আজকের এই ওয়া ফেষ্টিবলে বক্তব্যরাখতেগিয়ে বক্তারা ওয়া ফেষ্টিবল কেন পালন করাহয় তানিয়ে আলোচনা করেন তার পাশাপাশি রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসন্মুখে তুলেধরেন। আজকের এই ফেষ্টিবেলকে কেন্দ্রকরে এলাকার লোকজন ব্যাপকহারে অংশগ্রহন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *