নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর : সার্কিট হাউস এলাকায় পরপর তিনটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে সোমবার দুপুরে। ঘটনায় বিবরনে জানা গেছে, ট্রাফিক জ্যামের ফলে একটি বাস অন্য একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। সেই গাড়ি আবার সামনে থাকা আরেকটি গাড়িকে ধাক্কা দেয়। ফলে তিনটি গাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে। এই দুর্ঘটনার ফলে দীর্ঘ সময় রাস্তা জ্যাম হয়ে দুর্ভোগ চরম আকার ধারণ করে।
জানা গেছে একটি গাড়ির পেছনে ধাক্কা লাগায় ওই গাড়ির গ্যাস সিলিন্ডারটি লিক হয়ে যায়। তাতে গাড়ির চালক আঘাতপ্রাপ্ত হয়েছেন। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন এদিন সংশ্লিষ্ট যান চালকরা।