পুজোয় থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা, মন্তব্য মমতার

কলকাতা, ৬ নভেম্বর (হি.স.) : দুর্গাপুজোয় বাংলায় লোকারণ্য় ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে। আর সেই ভিড় সামলাতে রাজ্যর পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সোমবার ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে যোগ দিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে দাবি করলেন, এবার থিমের দিক থেকে কলকাতাকে দশ গোল দিয়েছে জেলা।

মুখ্যমন্ত্রীর কথায়, “আমি ভারচুয়ালি প্রায় ১২০০ পুজোর উদ্বোধন করেছি। সব পুজো দেখেছি। জেলার থিম তাক লাগিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম, এটা হয়নি, ওটা হয়নি। কিন্তু দেখি সব করে দিয়েছে ওরা।”

এর পর মজার ছলে মুখ্যমন্ত্রীর সংযোজন. অরূপ-দেবা-ববিকে জিজ্ঞেস করছিলাম, এবার তোরা কী করবি? তোরা সারা বছর যতই গবেষণা কর, ওরা সব করে দিয়েছে।” সবমিলিয়ে এদিন বাংলার দুর্গাপুজো নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে সুন্দরভাবে সামাল দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য থেকেও দলে দলে মানুষ এসেছে বাংলায়। চেটেপুটে নিয়েছে বাংলার সবচেয়ে বড় উৎসবের স্বাদ। লোকারণ্য হলেও কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি পুজোর সময়। আর আইনশৃঙ্খলা রক্ষার পুরো কৃতিত্ব পুলিশের। তাঁদের ভূমিকার প্রশংসা করেছেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, “পরিবারকে সময় দেয়নি তারা। সুদক্ষভাবে ভিড় সামলেছেন। এবারের ভিড় বিশ্বের সবচেয়ে বড় উৎসব ব্রাজিলের রিও কার্নিভ্যালকে ছাপিয়ে গিয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *