জয়পুর, ৬ নভেম্বর (হি.স.) রাজস্থান বিধানসভা নির্বাচনের প্রার্থীদের ষষ্ঠ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি )। তালিকার বাকি তিনটি আসনে- বারি, বারমের ও পাচপদরার প্রার্থী ঘোষণা করা হয়েছে রবিবার গভীর রাতে।
চূড়ান্ত তালিকায় কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক গিররাজ সিং মালিঙ্গাকে ধোলপুর জেলার বারি আসনের টিকিট দেওয়া হয়েছে। রবিবারই বিজেপিতে যোগ দিয়েছেন মালিঙ্গা। বারমের থেকে দীপক কাদওয়াসরা এবং বারমের জেলার পাচপাদ্রা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে অরুণ আমরারামকে। এই তালিকার সঙ্গে বিজেপি রাজ্যের ২০০টি বিধানসভা আসনেই প্রার্থী ঘোষণা করেছে। আজ বিধানসভা নির্বাচনে মনোনয়ন পত্র পেশের শেষ দিন।

