নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী পীযূষ গোয়েল সোমবার ‘ভারত আটা’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি কেজি ২৭.৫০ টাকা দরে আটা গ্রাহকদের সরবরাহ করার পরিকল্পনা নিয়েছে।
সোমবার একটি কর্মসূচির মাধ্যমে ‘ভারত আটা’ প্রকল্পের উদ্বোধন করেন গোয়েল। কর্মসূচিতে তিনি জানান, আজ থেকে দেশের প্রতিটি কোণায় প্রায় ৮০০টি ভ্যান চালানো হবে। সেইসঙ্গে মানুষকে আটাও সরবরাহ করা হবে। সরকার কেন্দ্রীয় ভান্ডার, ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া (এনএএফইডি) এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমারস ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনসিসিএফ)-কে সারা দেশে আটা সরবরাহের দায়িত্ব দিয়েছে। এই সংস্থাগুলি প্রাথমিকভাবে প্রায় দুই হাজার আউটলেটে ভর্তুকি সহ ‘ভারত আটা’ এবং ‘ভারত ডাল’ সরবরাহ করবে।
সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে গোয়েল ভারত আটার ভ্রাম্যমাণ ভ্যানকে পতাকা নাড়িয়ে শুভারম্ভ করেন। তিনি বলেন, মোদী সরকারের অগ্রাধিকার সর্বদা দরিদ্রদের কল্যাণ। আমরা সেই উদ্দেশেই কাজ করছি। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন পীযুষ গোয়েল আরও বলেন, অতিবৃষ্টিতে যখন টমেটোর ফসল নষ্ট হয়েছিল, তখন সরকার সাধারণ মানুষকে টমেটো ও পেঁয়াজ সুলভ মূল্যে দিয়েছিল। এখন মোদী সরকার ভর্তুকির হারে দেশের মানুষকে আটা দিতে চলেছে।