BRAKING NEWS

নরের স্মৃতি ক্রিকেটের সেমিফাইনালে প্রগতি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৬ নভেম্বর।। নরেশ চন্দ্র দাস স্মৃতি অনূর্ধ্ব ১৩ ক্রিকেট টুর্নামেন্টে সহজেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিল প্রগতি সেন্টার। সিপাহীজলা মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ম্যাচে সোমবার মুখোমুখি হয় প্রগতি প্লে সেন্টার ও ক্রিকেট অনুরাগী। নির্ধারিত সময়ের খেলায় ক্রিকেট অনুরাগীকে ১৮৫ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নেয় প্রগতি। তবে প্রগতির এই জয়ের অন্যতম দুই কান্ডারী হলেন শ্রেয়াংশু দেব ও অনস ভাটনগর। এদিন সকালে প্রগতি প্লে সেন্টার প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষ ক্রিকেট অনুরাগীকে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট দেয়। ইনিংসে শ্রেয়াংশু দেবের লড়াকু ১১৯ রানের সাহায্যে এই স্কোর তুলে প্রগতি। জবাবে অনুরাগী জয়ের জন্য বিশাল রানের টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে সব কয়টি উইকেট হারিয়ে লড়াই শেষ করে নিতে বাধ্য হয়। প্রগতির অনস ভাটনগর বল হাতে নিয়ে একাই ক্রিকেট অনুরাগীর পাঁচজন ব্যাটসম্যানকে তুলে নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *