নয়াদিল্লি, ৬ নভেম্বর (হি.স.) : ভারত বিনোদনের দুনিয়ায় বিশ্বে শ্রেষ্ঠ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে বলে সোমবার মন্তব্য করেন অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় মন্ত্রী সোমবার এক সাংবাদিক সম্মেলনে আরও বলেন, প্রতিবছর ভারত বিনোদন ক্ষেত্রে ২০ শতাংশ উন্নতি করছে।
সোমবার এক সংবাদিক সম্মেলনে ভারতের ৫৪-তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই) সম্পর্কে সকলকে জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি এদিন জানান, ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআই)-এর আয়োজন করা হবে। এই উৎসব চলচ্চিত্রের জন্য একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্ম। এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের সেরা চলচ্চিত্রগুলি প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম পায় এবং সেগুলিকে সম্মানিত করা হয়। অনুরাগ ঠাকুর জানান, ভারত প্রতি বছর বিশ্বের সর্বাধিক সংখ্যক চলচ্চিত্র তৈরি করে। ওটিটি (ওভার-দ্য-টপ) প্ল্যাটফর্মগুলি দেশে দ্রুত প্রসারিত হচ্ছে। হাজার হাজার ঘণ্টার কন্টেন্ট এখন ওটিটি – তে পাওয়া যায়।
ভারতীয় চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ বর্তমানে ওটিটি-তে দারুণভাবে দেখা যাচ্ছে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন ওটিটি ক্যাটাগরিতেও আরও ভালো চলচ্চিত্রগুলিকে সম্মানিত করা হবে। ঠাকুর বলেন, আইএফএফআই -এর প্রতি বিশ্বের চলচ্চিত্র নির্মাতাদের আকর্ষণ বেড়েছে। এবার বিদেশ থেকে চলচ্চিত্রের প্রবেশ তিনগুণ বেড়েছে।
এবছর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায় এক্সিলেন্স ইন ফিল্ম লাইফটাইম অ্যাওয়ার্ড পুরস্কারে সম্মানিত করা হবে বিখ্যাত হলিউড অভিনেতা মাইকেল ডগলাসকে।