ছত্তিশগড়ে ধারালো অস্ত্র দিয়ে বিজেপি নেতাকে খুন করল নকশালরা

নারায়নপুর, ৪ নভেম্বর (হি. স.) আগামী মঙ্গলবার ছত্তিশগড়ে প্রথম দফায় বিধানসভা নির্বাচন।তার ঠিক তিন দিন আগে শনিবার খুন হলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নকশালরা নারায়ণপুর জেলা বিজেপির সহ-সভাপতি ও জেলা পঞ্চায়েত সদস্য রতন দুবেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।

শনিবার দুপুরে ছত্তিশগড়ের নারায়নপুর জেলার কৌশলনর এলাকায় দলের হয়ে প্রচার করছিলেন স্থানীয় বিজেপি নেতা রতন দুবে। সেই সময় কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাঁকে খুন করে।রতন দুবে ছিলেন স্থানীয় বিজেপির জেলা সহ-সভাপতি এবং জেলা পঞ্চায়েতের সদস্য।
ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পিকে বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। মরদেহ জেলা সদর নারায়ণপুরে আনা হয়েছে।এলাকায় টহল দিচ্ছে পুলিশের একটি বড় দল। আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। খুনের নেপথ্যে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপির রাজ্য ইনচার্জ ওম মাথুর। তিনি বলেছেন, প্রচারের সময় নকশালদের দ্বারা বিজেপির নারায়ণপুর বিধানসভার আহ্বায়ক এবং জেলা সহ-সভাপতি রতন দুবে জিকে নৃশংসভাবে হত্যা করায় আমি গভীরভাবে শোকাহত। গোটা দল এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা জানায়।