তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরা দর্শনে রাজ্যপাল

নয়াদিল্লি, ৪ নভেম্বর: আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু  তিরুমালা মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরা দর্শন করেছেন। টিটিডি আধিকারিকগণ ত্রিপুরার রাজ্যপালকে তিরুমালা মন্দিরে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। 

টিটিডি’র চেয়ারম্যান বি কে রেড্ডি এবং ইও এ ভি ধর্ম রেড্ডি রাজ্যপালকে পুস্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন। চেয়ারম্যান শ্রীরেড্ডি রাজ্যপালের সঙ্গে তাঁর অতীতের স্মৃতিগুলির বিষয়ে আলোচনা করেন। ইও এ ভি ধর্ম রেডিড পুর্ণ্যার্থীদের ভগবান দর্শনের বিষয়ে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে তা রাজ্যপালের কাছে তুলে ধরেন। রাজভবন থেকে আজ এই সংবাদ জানানো হয়েছে।