জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্যে তোপ অমিত মালব্যর

কলকাতা, ৪ নভেম্বর (হি.স.): “মমতাদি সব জানেন”, রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের এই বক্তব্য নিয়ে শুরু জোর কাটাছেঁড়া। এক্স হ্যাণ্ডেলে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।

শুক্রবার স্বাস্থ্যপরীক্ষার জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সিজিও কমপ্লেক্স থেকে আলিপুর কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিজিও থেকে বেরনোর সময় মুখ খোলেন জ্যোতিপ্রিয় মল্লিক। বিজেপির ষড়যন্ত্রে তিনি ইডি হেফাজতে বলে দাবি করেন। তিনি যে নির্দোষ, তা মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন বলেও দাবি করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্যের একাংশ এক্স হ্যাণ্ডেলে উল্লেখ করেন বিজেপির প্রচারমাধ্যম শাখার প্রধান অমিত মালব্য।

শনিবার অমিতবাবু দাবি করেন, “রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বারবার বলেছেন, “মমতাদি সব জানে”। তিনি মমতার উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় নামও বলেছেন। কুণাল ঘোষ যখন গ্রেফতার হয়েছেন তিনিও একই নাম বলেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের অজানা কিছুই নয়। মমতা যা ভাবছেন তার আগেই তাঁর বাড়ির দোরগোড়াতেও পৌঁছবে তদন্তের আঁচ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *