হাওড়া, ৪ নভেম্বর, (হি.স.): উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার পাশাপাশি রেশন বন্টন দুর্নীতির তদন্তে হাওড়াতেও হানা দিল ইডি-র দল। হাওড়ার ডোমজুড়ে জালান কমপ্লেক্সের অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড নামে একটি আটা তৈরির কারখানা এবং গুদামে ইডি হানার খবর মিলেছে।
শুক্রবার গভীর রাত থেকে এখনও সেখানে তল্লাশি চলছে। শনিবারও ঘটনাস্থলে আছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এখান থেকেই রেশন দোকানে আটা, ময়দা এবং অঙ্গনওয়াড়ি স্কুলের শিশুদের খাবার সরবরাহ করা হত।