প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের পাইপ লাইন তৈরির কাজে ব্যবহৃত পাইপ চুরি করতে গিয়ে আটক দুই চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অধীনে পানীয় জল সরবরাহ করার জন্য পাইপ লাইন তৈরীর কাজ সারা রাজ্যেই চলেছে। এজন্য ঠিকাদাররা মূল্যবান পাইপ সহ অন্যান্য নির্মাণ সামগ্রী মজুদ রেখেই কাজ করে চলেছেন।
 একইভাবে রাজধানীর আগরতলা শহর সংলগ্ন মধ্য প্রতাপগড় রেল ব্রিজ সংলগ্ন এলাকায় বেশ কিছু সংখ্যক মূল্যবান পাইপ মজুদ রেখে জল পরিবাহী লাইন তৈরির কাজ করে চলেছেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। ওইসব মজুদ পাইপ প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে।

জানা গেছে  শুক্রবার সকাল নাগাদ মধ্য প্রতাপগড় রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি গাড়ি দাঁড় করানো অবস্থায় দেখতে পান স্থানীয় লোকজনরা। ওই গাড়িতে কিছু সংখ্যক পাইপ তোলা হয়েছে।  পানীয় জল সরবরাহ করার জন্য পাইপ লাইনের কাজের তাগিদে মজুদ রাখা ওইসব মূল্যবান পায়ে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় জনগণের মধ্যে সন্দেহ দানা বাঁধে।
তখন ওই স্থানীয় লোকজন গাড়ির লোকজনদেরকে জিজ্ঞাসা করেন এসব পাইপ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তখন ওই চোরেরা হতভম্ব হয়ে পড়ে। পরিস্থিতির টের পেয়ে স্থানীয় লোকজনরা তাদের আটক করার চেষ্টা করেন। তাদের মধ্যে দুজনকে আটক করা সম্ভব হলেও অপর চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার জনগণের তীব্র ক্ষোভের সঞ্চার হয়। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত ঠিকেদার ঘটনাস্থলে ছুটে আসেন। জানা যায় এর আগেই আরো একটি গাড়িতে ২৫০ টি পাইপ বোঝাই করে নিয়ে গেছে চোরেরা। দ্বিতীয়বার পাইপ চুরি করতে এসে তারা বিপাকে পড়ে যায়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার জানান এসব পাইপ একটি চক্র চুরি করে বিক্রি করে চলেছে। এ ব্যাপারে পুলিশকে খবর দেওয়া হয়েছে।  পুলিশ এসে আটক দুই চোরকে থানায় নিয়েযায়।