শিলিগুড়ি, ৩ নভেম্বর (হি.স.) : স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও বাগডোগরা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে তিনটি হরিণের শিংসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে। ধৃত চোরাকারবারিদের নাম গোবিন্দ মণ্ডল ও প্রীতম রায়। তাদের মধ্যে গোবিন্দ জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ির বাসিন্দা এবং প্রীতম আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে দুই পাচারকারীই হরিণের শিং নিয়ে বাগডোগরা থানা এলাকায় পৌঁছেছিল। এসওজি এর হাওয়া পেয়ে যায়, তার পরে এসওজি বাগডোগরা থানার সহায়তায় অভিযান চালায় এবং উভয় পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ পাচারকারীদের কাছ থেকে তিনটি হরিণের শিং উদ্ধার করেছে। উদ্ধার হওয়া হরিণের শিংটির আনুমানিক বাজার মূল্য কোটি টাকা। বাগডোগরা থানায় বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে।

