নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। দেশের প্রধান বিচারপতি বলেছেন, তিনি কিছু তথ্য সংগ্রহ করেছেন। তাঁর মতে, আজই ১৭৮টি মামলার শুনানি স্থগিত করার দাবি জানানো হয়েছে। তিনি বলেন, আমরা চাই না এই আদালত তারিখের পর তারিখের আদালতে পরিণত হোক।
প্রধান বিচারপতি বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৩৬৮৮টি মামলার শুনানি স্থগিত করার দাবি জানানো হয়েছে। এতে মামলার দ্রুত শুনানির উদ্দেশ্য নষ্ট হয়। হাইকোর্টের উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সেখানে এমন প্রথা নেই।

