নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর : শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। শুক্রবার বিকেলে বটতলা জহর ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এলাকার স্থানীয়রা রাস্তায় ওই ব্রীজের নিচে ওই যুবককে পরে থাকতে দেখে খবর দিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ এবং ফরেনসিক টিম। পুলিশের ধারণা এটি অতিরিক্ত ড্রাগস সেবনের ফলে এই মৃত্যু ঘটেছে। কেননা এ ব্রিজের নিচে প্রতিনিয়ত ড্রাগস সেবনের আসর বসে বলে জানিয়েছে খোদ পুলিশ আধিকারিক। তিনি বলেন একাধিক বার ওই এলাকায় অভিযান চালানো হয়েছে। কিন্তু এই নেশার আস্ফালন অব্যাহত থাকে ওই এলাকায়। ওই যুবকেরও অতিরিক্ত ড্রাগসের নেশায় মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারন জানা যাবে।
2023-11-03

