সতীশকুমার পাণ্ডে এনএফ রেলওয়ে (নির্মাণ)-র নতুন জেনারেল ম্যানেজার

গুয়াহাটি, ৩ নভেম্বর (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে (নির্মাণ)-র নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন ইউপিএসসি ১৯৮৬ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব ইঞ্জিনিয়ার্স-এর অফিসার সতীশ কুমার পাণ্ডে। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, রুরকি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিঙে স্নাতক এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, দিল্লি থেকে সয়েল মেকানিক্স ও ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিঙে এমটেক করেছেন। জেনারেল ম্যানেজার/নির্মাণ হিসেবে তিনি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অংশ সহ সিকিম এবং উত্তরপূর্বীয় রাজ্যের সমস্ত রেলওয়ে নির্মাণ কার্যের সামগ্রিক ইনচার্জ থাকবেন।

সতীশ কুমার পাণ্ডে ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ভারতীয় রেলওয়েতে যোগদান করেন।
কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে তিনি মুজাফরপুরে অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ইঞ্জিনিয়ার পদে যোগ দেন। তিনি নর্থ ইস্টার্ন রেলওয়ের ফ্ল্যাশ বাট প্ল্যান্ট-এর একজিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং বারাণসী ও সোনপুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি ২০০৭-এর মার্চ থেকে ২০০৯-এর মে মাস পর্যন্ত তিনি নর্থ ইস্টার্ন রেলওয়ের অধীনে লখনউ ডিভিশনের অ্যাডিশনাল ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের দায়িত্বেও ছিলেন।
চাকরিকালে তিনি রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আরডিএসও)-এর কার্যনির্বাহী ডিরেক্টর/কিউএ/সিভিল এবং কার্যনির্বাহী ডিরেক্টর/ট্র্যাক পদে নিযুক্ত হয়েছিলেন। রেলওয়ে বোর্ডে তাঁর কার্যকালে ২০১৫-এর আগস্ট থেকে ২০১৭-এর মার্চ পর্যন্ত তিনি কার্যনির্বাহী ডিরেক্টর/সিই/পি হিসেবে পরিষেবা দিয়েছেন। এছাড়াও তিনি ২০১৭-এর এপ্রিল থেকে ২০১৮-এর জুন মাস পর্যন্ত কমিশনার অব রেলওয়ে সেফটি (সিআরএস)/এনই সার্কলের দায়িত্বে ছিলেন।

তিনি নর্থ ইস্টার্ন রেলওয়ের চিফ ট্র্যাক ইঞ্জিনিয়ার এবং প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার এবং নর্দার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের (নির্মাণ) জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করার আগে তিনি রেলওয়ে বোর্ডের অধীনে অ্যাডিশনাল মেম্বার/ওয়ার্কস হিসেবেও কাজ করেছিলেন।