BRAKING NEWS

ডিওয়াইএফআই এর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩ নভেম্বর : ডিওয়াইএফআই এর ৪৪ তম প্রতিষ্ঠা দিবস কমলপুর মহকুমার কমলপুর ও শান্তিরবাজারে অনুষ্ঠিত হয়েছে। ডিওয়াইএফআই কমলপুর বিভাগীয় কমিটির উদ্যোগে মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিন শান্তিরবাজারের লাটিয়ারবিলে।

সংগঠনের পতাকা উত্তলন, শহীদ বেদিত মাল্যদান, আলোচনা সভা ও রক্তদান শিবিরের মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।  রক্তদান শিবিরে মোট ২১জন রক্তদাতা রক্তদান করেছেন এদিন। আলোচনা সভায় উৎপল দাসের সভাপতিত্বে সভায় আলোচনা করেছেন প্রাক্তন যুবনেতা অঞ্জন দাস, সুবীর দেব, ডিওয়াইএফআই কমলপুর বিভাগীয় সম্পাদক তাপস দাস, টি ওয়াই এফ এর নেতা প্রনজিৎ দেব্বর্মা, এস এফ আই ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি সুলেমান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *