আগরতলা, ২ নভেম্বর: অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে ভারতীয় নথি বানাতে গিয়ে পুলিশের জালে আটক দুই ব্যক্তি। পুলিশী জেরায় তাঁদের কাছ থেকে কোনো বৈধ নথিপত্র পাওয়া যায় নি বলে জানিয়েছেন মোহনপুরের এসডিপিও বিজয় সেন।
মোহনপুরের এসডিপিও বিজয় সেন জানিয়েছেন, গতকাল মহকুমা শাসক কার্যালয়ের থেকে অভিযোগ করা হয়েছিল একজন বাংলাদেশী নাগরিক আধার কার্ড বানাতে গিয়ে ধরা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গিয়েছিল। তদন্তে জানা গিয়েছে ওই ব্যক্তি ও তাঁর বোন অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তাঁদের কাছে থেকে বৈধ কোনো নথিপত্র পাওয়া যায় নি।
তিনি আরও জানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে আজ আদালতে সোর্পদ করা হবে।