স্থানীয় এলাকাবাসীর হাতে চুরিকাণ্ডে ব্যবহৃত গাড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ২ নভেম্বর : কল্যাণপুর থানাধীন শান্তিনগরের সোনাছড়া গ্রামে  গ্রাম্য পাহারাদারদের হাতে আটক হল চুরির কাজে ব্যবহৃত একটি গাড়ি। পাহারাদারদের তাড়া খেয়ে গাড়ি ফেলে চোরেরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

প্রতিনিয়তই কল্যানপুরে চুরি কান্ডে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যনতুন কায়দায় গোটা রাজ্যজুড়েই এই সময়ে  চুরিকান্ড বৃদ্ধি পেয়ে চলেছে। খোয়াই জেলার কল্যাণপুরেও বিভিন্ন এলাকায় এই প্রবনতা বৃদ্ধি পেয়েছে। তবে ইদানিং পুলিশ প্রশাসনের প্রতি অনেকটাই আস্হা হারিয়ে এবার পথে নামছে সাধারণ মানুষ। নিজেদের সহায় সম্বল ধরে রাখতে নিজেরাই রাতভর পাহাড়া দিয়ে চলছে বিভিন্ন পাড়া মহল্লায়। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।

 বিভিন্ন এলাকার সাধারণ মানুষ ক্রমবর্ধমান চুরিকান্ডের জেরে সতর্কতার রাস্তা অবলম্বন করে নানান জায়গায় স্থানীয়ভাবে পাহারা দিতে গিয়েই চোরচক্রের পান্ডা সহ তাদের ব্যবহৃত গাড়ি জনতার জালে ধরা পড়ছে। এরকমই একটি ঘটনা ঘটলো কল্যাণপুর থানাধীন শান্তিনগরের সোনাছড়া গ্রামে। এলাকায় সাধারণ মানুষেরা বিগত বেশ কিছুদিন ধরেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাহারার ব্যবস্থা করে চলেছে।

মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো ফিল্মি কায়দায় মারুতি গাড়ি করে চোরের দল চুরি করতে গিয়েই ফ্যাসাদে পড়ে। এলাকা সূত্রের খবর সংশ্লিষ্ট এলাকায় রাত দুইটা নাগাদ নাম্বার বিহীন একটি  মারুতি গাড়ি নিয়ে আসে চোরের দল। রাস্তার ঝোপে একটা জায়গায় গাড়িটি দাঁড় করিয়ে চুরি করতে উদ্যত হতেই পাহারারত সাধারণ মানুষ তাদের ঘিরে ফেলে। চোরচক্রের পান্ডারা বিষয়টি আঁচ করতে পেরেই পালাতে চেষ্টা করে।

তৎক্ষণাৎ গাড়িটিকে স্টার্ট করতে গিয়ে দৈবক্রমে গাড়িটি স্টার্ট হচ্ছিল না। এমতাবস্থায় উপায়ান্তর না দেখে গাড়িটি রেখেই  চোরের দল রাতের আঁধারে গা ঢাকা দিতে সক্ষম হয়। স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়ে সংশ্লিষ্ট মারুতি গাড়িটির উপর। মুহূর্তের মধ্যেই গাড়িটি একপ্রকার ছত্রখান হয়ে যায়।

পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটিকে উদ্ধার করে আপাতত কল্যাণপুর থানায় এনে রেখেছে। সংশ্লিষ্ট ঘটনার জেরে একদিকে যেমন চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক এর পাশাপাশি নিত্য নতুন কায়দায় মারুতি গাড়িসহ বিভিন্ন গাড়িতে করে যেভাবে চোরের দল কল্যাণপুর সহ বিভিন্ন জায়গায় গ্রাম পাহাড়ে চুরি কান্ড সংগঠিত করছে তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। অবিলম্বে এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে।