গুয়াহাটির উপকণ্ঠ সোনাপুরে উদ্ধার মৃতদেহ

গুয়াহাটি, ২ নভেম্বর (হি.স.) : গুয়াহাটি মহানগরের উপকণ্ঠ সোনাপুরের পাথরকুচিতে উদ্ধার হয়েছে জনৈক ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি ১৩ মাইল এলাকার জনৈক আনন্দ মিলি বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় মানুষজনের সন্দেহ, গতকাল বুধবার রাতে সংঘটিত হিট অ্যান্ড রানের শিকার হয়েছেন আনন্দ মিলি।

পুলিশ সূত্রের খবর, নিহত আনন্দ মিলি ওখানকার একটি বিস্কুট কারখানার কৰ্মচারী ছিলেন। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এদিকে আনন্দ মিলির মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশের তদন্তকারী অফিসার বলেন, ঘটনাটি এখনও অস্পষ্ট। স্থানীয় জনতা যে দাবি করছেন তার ভিত্তি কতটা সঠিক তা ময়না তদন্তের রিপোর্ট হাতে আসার পর নিশ্চিত হওয়া যাবে, জানান তিনি।