মুম্বই, ২ নভেম্বর (হি.স.) : রাজধানী মুম্বাইয়ে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ঘাটকোপারের একটি ১১ তলা বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনায় দুইজন আহত হয়েছেন।
মুম্বইয়ের দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ ঘাটকোপার (পূর্ব) পান্তনগর সহ্যাদ্রি নগরের গণপতি মন্দিরের কাছে একটি এগারো তলা আবাসনে আগুন লাগে। দমকল বিভাগে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের গাড়ি আসে। আবাসনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। আগুনটি বৈদ্যুতিক তার, বৈদ্যুতিক কাঠের আসবাবপত্র, কাপড় ইত্যাদির মধ্যে ছড়িয়ে পড়েছিল। আরও বেশি ছড়ানোর আগেই দমকল কর্মীরা উপস্থিত হন। আগুনে দুজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, শচীন শেলার (৩৭) ও নির্মলা শেলার (৩৬)। তাদের চিকিৎসার জন্য স্থানীয় রাজাওয়াড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বিভাগের কর্মীদের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শচীন সামান্য আহত হয়েছেন এবং নির্মলার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

