কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে রাজঘাটে বিক্ষোভ বিজেপির, হর্ষবর্ধন বললেন সর্বদা সত্যের জয় হয়

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে অরবিন্দ কেজরিওয়ালের ইস্তফা ও দিল্লি সরকারের তীব্র সমালোচনা করে বৃহস্পতিবার দিল্লির রাজঘাটে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। আবগারি দুর্নীতিতে কেজরিওয়ালের ইস্তফা চেয়ে স্লোগান দিতে থাকেন বিজেপির নেতা-কর্মীরা। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা হর্ষবর্ধন, দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি, দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব প্রমুখ।

ইডি-র দফতরে কেজরিওয়ালের হাজিরা দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা হর্ষবর্ধন বলেছেন, “যদি আজ না হয়, তাহলে আগামীকাল, তাঁকে (অরবিন্দ কেজরিওয়াল) (ইডির সামনে) হাজির হতে হবে এবং সত্য বলতে হবে। সর্বদা সত্যেরই জয় হয়। আমি ব্যক্তিগতভাবে তাঁকে অনুরোধ করছি একবার সত্য কথা বলুন।” দিল্লি বিধানসভার বিরোধী দলনেতা রামবীর সিং বিধুরি বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল নির্দয়ভাবে দিল্লিকে লুট করেছেন। আবগারি কেলেঙ্কারি মাত্র ৫০-১০০ কোটি টাকার নয়, এটি হাজার কোটি টাকার।” দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব বলেছেন, “আমি এখনও তাঁর (অরবিন্দ কেজরিওয়াল) প্রতিক্রিয়া দেখিনি। যাইহোক, অরবিন্দ কেজরিওয়াল আবগারি নীতি মামলার ষড়যন্ত্রকারী এবং সবাই তা জানেন।”