ম্যাট্রিক্সের প্রাইজমানি রেটিং দাবা শুরু উদ্বোধনী রাউন্ডে শীর্ষ বাছাইরা জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর।। উদ্বোধনী ম্যাচে জয় পেলো শীর্ষ বাছাই দাবাড়ু-‌রা। ৬ দিন ব্যাপী তৃতীয় বর্ষ ‘‌অপর্ণা দত্ত’ স্মতি প্রাইজমানি রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হলো বুধবার থেকে। এন এস আর সি সি-‌র যোগা হলঘরে। মেট্রিক্স চেস আকাদেমির উদ্যোগে। সহযোগিতায় মনোরঞ্জন ট্রাস্ট। এদিন দুপুরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত, এইচ আর ওয়ারিয়র ফিটনেস জিমের কর্ণধার বাপী দেব, রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ। প্রদীপ পজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন হয় আসরের। উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক রেটিং দাবার আসর করায় মেট্রিক্স চেস আকাদেমিকে অভিনন্দন জানান রাজ্য দাবা সংস্থার সভাপতি এবং সচিব। স্পনসরার বাপী দেব স্পষ্টভাবেই ঘোষনা দেন,”ত্রিপুরার দাবার উন্নতিতে মেট্রিক্স চেস আকাদেমি যেভাবে কাজ করছে তা প্রশংসার যোগ্য। আমি সব সময়ই ওই সংস্থার পাশে থাকবো”। উদ্বোধনী ম্যাচে শীর্ষ বাছাই কুমার গৌরব, ডাংমেই বস্কো, প্রদীপ তেওয়ারি, সৌরদীপ দেব, আর্শিয়া দাস, মাহির তেনেজা, রুদ্র মজুমদার, ‌‌কিষান কুমার এবং রাহুল সোরম সিং জয়লাভ করেন। আজ সকাল সাড়ে ৯ টায় দ্বিতীয় রাউন্ড এবং বিকেল সাড়ে ৩ টায় তৃতীয় রাউন্ডের খেলা হবে। খেলা পরিচালনা করছেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। এবারের আসরে দিল্লি, কর্ণাটক, অসম, কলকাতা এবং বাংলাদেশ থেকে দাবাড়ুরা অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *