নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর : টেট উত্তীর্ণ কাকুরিপ্রত্যাশিরা নিয়োগের দাবিতে বুধবার ফের টিআরবিটি বোর্ডে ডেপুটেশন প্রদান করেছে। ফের একসঙ্গে নিয়োগের দাবি জানিয়েছে তারা।
ট্রেডিশন প্রথা থেকে বের হয়ে আসতে পারছে না টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। কারণ তারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিবছর একসাথে সকলকে নিয়োগ করার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে। কিন্তু নিয়ম রয়েছে উত্তীর্ণ হলে দপ্তরের যখন শিক্ষকের প্রয়োজন হবে তখনই উত্তীর্ণদের থেকে ধাপে ধাপে নিয়োগ করা হবে।
কিন্তু বর্তমানে প্রতিনিয়ত তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। ফলে এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে তথ্য বিজ্ঞ মহলে।
উল্লেখ্য, ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবিতে তারা বুধবার শিক্ষা দপ্তরের অধিকর্তার দ্বারস্থ হয়েছেন। এইদিন ২০২২ সালের টেট উত্তীর্ণরা প্রথমে শিক্ষা ভবনের সামনে সমবেত হয়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার সাথে সাক্ষাৎ করেছে। অবিলম্বে ২০২২ সালের টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের দাবি জানিয়েছেন এদিন তারা।
দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করার পর ২০২২ সালে টেট উত্তীর্ণ এক যুবক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায় এইদিন দপ্তরের অধিকর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন টেট উত্তীর্ণ ৩৬১ জনকে নিয়োগের জন্য দপ্তর প্রস্তুত রয়েছে। অবিলম্বে তাদের নিয়োগ করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়েছে।

