নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১ নভেম্বর : এবার দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো ধলাই জেলার কমলপুরে। মহকুমা সদরের অন্যতম ব্যস্ততম এলাকা নোয়াগাঁও চৌমুহনীতে অবস্থিত কমলপুর বাজার ব্যবসায়ী সমিতির প্রাক্তন সম্পাদক শ্যামল ধরের দোকানে হাত সাফাই করল চোরের দল। ঘটনা মঙ্গলবার রাতে।
প্রতিদিনের মতোই মঙ্গলবার ব্যবসা শেষ করে বাড়ি ফিরে যান শ্যামল বাবু। দোকানের সঙ্গেই উনার বাড়ি । বুধবার সকালে উনার ভাই বিমল ধর প্রতিদিনের মত দোকান খুলতে গিয়ে দেখতে পান দোকানের একটি ক্যাশবাক্স খোলা। এই ক্যাশ বাক্স রাতে দোকান লাগানোর সময় বন্ধ করা হয়েছিল। ফলে উনার সন্দেহ হয়। পরে দোকানের পেছন দিকে গিয়ে তারা দেখেন সেখানের শাটার দরজার বাইরের এবং ভিতরের দরজার দুই সাইডের লোহার তালা ভেঙে আছে। এই রাস্তা দিয়েই দোকানে প্রবেশ করেছে চোরের দল।
যদিও সব নগদ বাড়িতেই থাকে তবে খুচরো টাকা এবং কয়েকজন জন পাওনাদারের কিছু টাকা মিলিয়ে মোট কুড়ি হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোরের দল, এমনই মালিকের বক্তব্য ।
এই দোকানের কিছুদূরেই রয়েছে প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক মনোজ কান্তি দেবের বাড়ি। ফলে এরকম এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কয়েকদিন পরপরই ঘটছে এমন চুরির ঘটনা। গোটা মহকুমাতেই চুরির ঘটনা অব্যাহত রয়েছে। প্রশাসন আরো কঠোর ব্যবস্থা গ্রহন করুক, এমনই দাবি জানিয়েছেন সাধারন নাগরিকরা।

