নয়াদিল্লি, ১ নভেম্বর (হি. স.) : লাদাখে আধ্যাত্মিক, অ্যাডভেঞ্চার, ইকো এবং স্বাস্থ্য পর্যটন সম্পর্কিত অপার সম্ভাবনা রয়েছে। বুধবার একথা বলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । তিনি বলেন, লাদাখ যুদ্ধে সাহসিকতা এবং বুদ্ধের বিশ্বাসের জন্য পরিচিত।
বুধবার, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর লাদাখ সফরের দ্বিতীয় দিনে, লাদাখ প্রশাসনের পক্ষ থেকে সিন্ধু ঘাটে একটি নাগরিক স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানটি শুরু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লাদাখের উপ-রাজ্যপাল অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বি ডি মিশ্রর সিন্ধু নদীতে প্রার্থনার মাধ্যমে।
রাষ্ট্রপতি মুর্মু লেহতে তাঁর সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি লেহ এবং লাদাখের সৌন্দর্যের প্রশংসা করেন। তিনি বলেন যে, জলজীবন মিশনের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলের ৮০ শতাংশ পরিবারে কলের জল পৌঁছেছে। তিনি এখানকার মানুষের সাহসিকতার প্রশংসা করেন।
রাষ্ট্রপতি লাদাখের জনগণকে বিভিন্ন ক্ষেত্রে তাঁদের অবদান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের ভৌগলিক উচ্চতার মতো লাদাখের মানুষও উন্নতির উচ্চতায় পৌঁছাবে।

