দোষ প্রমাণের আগেই চোর বানিয়ে দিলেন, জ্যোতিপ্রিয়র ‘পাশে’ মমতা

কলকাতা, ১ নভেম্বর (হি.স.) : ‘দোষ প্রমাণের আগেই গ্রেফতার। কিছুই প্রমাণ হল না অথচ চোর বানিয়ে দিলেন।’ নবান্নে বসে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি তথা কেন্দ্রীয় এজেন্সিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি নাম না নিয়েও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন, গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তিনি তাঁর পাশেই আছেন।

রেশন দুর্নীতিতে গত শুক্রবার ভোররাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এর আগে নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়, মাণিক ভট্টাচার্যরা গ্রেফতার হয়েছেন। পার্থবাবুদের পাশে দল সেভাবে না দাঁড়ালেও তৃণমূল যে পুরোপুরি জ্যোতিপ্রিয়র পাশে থাকবে, সেটা এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন নবান্নে বসে মুখ্যমন্ত্রী বললেন, “সব মিনিস্টারকে অ্যারেস্ট করে দিচ্ছে কিছু না কিছু করে। পশ্চিমবঙ্গ সরকারকে কাজই করতে দেবে না। এক তরফা একটা পার্টিকে দোষ দিয়ে যাচ্ছেন।”

মমতার অভিযোগ, “কেন্দ্রীয় এজেন্সি সুপ্রিম কোর্টের গাইডলাইনও ভায়োলেট করছে। দোষ প্রমাণের আগেই অ্যারেস্ট করে নিচ্ছে। একটা লোককে কিছু প্রমাণ হওয়ার আগেই চোর বলে দেগে দিচ্ছে। একবারও ভেবে দেখেছ, তাঁর ফ্যামিলির উপর দিয়ে কী যাচ্ছে। তাঁর সতীর্থদের কী হচ্ছে। আজ তুমি ক্ষমতায় আছ। দম্ভে অনেক কাজ করবে। একদিন তুমি ক্ষমতায় থাকবে না। সব ধরা পড়বে। সব বেরিয়ে পড়বে। কেঁচো খুঁড়লে কিন্তু সাবধান।”

রেশন দুর্নীতির জন্য এদিন উলটে বাম আমলকেই কাঠগড়ায় তুলেছেন মমতা। তিনি অভিযোগ করেন, “আমরা যখন ক্ষমতায় এলাম তখনও বাম আমলে এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। সেই কার্ডে রেশন তুলে খোলাবাজারে বিক্রি হত। সেই টাকা কোথায় গেল? কোনও তদন্ত হয়েছে?”

মুখ্যমন্ত্রীর বক্তব্য,”বামফ্রন্টের লোকেরা তো সব জায়গায় আছে। আমি তো কারও চাকরি খাইনি। কী করে চাকরি পেয়েছে কেউ জানে না। একজনের নামে আরেকজনও চাকরি করছে। যত দোষ, নন্দ ঘোষ। কত চিটফান্ড তৈরি হয়েছে বাম আমলে। একটারও বিচার হয়েছে? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *