BRAKING NEWS

লংতরাই গুঁড়ো মশলার পক্ষ থেকে মিতালীকে সংবর্ধনা ও শুভেচ্ছা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ১ নভেম্বর।।রাজ্যের গৃহিণীদের প্রতিদিনের অন্যতম ভরসা হল আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রির লংতরাই গুঁড়ো মশলা। রান্নার কাজে ব্যবহৃত এই কোম্পানির উৎপাদিত বিভিন্ন ধরনের গুঁড়ো মশলার উপরই যেন অন্যতম নির্ভরশীল রাজ্যের গৃহিণীরা। এরকম একটি প্রতিষ্ঠান শুধু নিজেদের প্রাতিষ্ঠানিক কাজের মধ্যেই সীমাবদ্ধ নেই। সমাজের প্রতি দায়বদ্ধতা রেখে প্রতিনিয়তই নানা সমাজসেবামূলক কর্মকান্ড সংঘটিত করে আসছে আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রি। সামাজিক কর্মসূচির পাশাপাশি যুব সমাজকে সঠিক পথে ধাবিত করতে খেলাধুলার ক্ষেত্রেও একটা অন্যতম ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠান। তা আরও একবার প্রত্যক্ষ করা গেল বুধবার সংস্থার প্রতিষ্ঠানের কনফারেন্স হলে। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশ নিতে যাওয়া রানির বাজার প্লে সেন্টারের খেলোয়াড় মিতালী দেবনাথকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার জন্য সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফিলিপাইন্সে আগামী ৮ ই নভেম্বর থেকে শুরু হতে চলেছে ২২ তম এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। যা চলবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। আন্তর্জাতিক স্তরের এই প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে অংশ নেবেন রাজ্যের ১১ জন এথলেট। তাদের মধ্যে একজন হল মিতালী দেবনাথ। তাই মিতালীর সাফল্য কামনা জানিয়ে এদিন তাকে রাজ্যের অন্যতম এই গুঁড়ো মশলা কোম্পানির তরফে দেওয়া হয় সংবর্ধনা। পাশেই তার হাতে তুলে দেওয়া হয় কিছু আর্থিক সহায়তাও। আনন্দ স্পাইস ইন্ডাস্ট্রির অন্যতম কর্মকর্তা এদিন জানান, এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিকস প্রতিযোগিতায় মিতালী দেশের হয়ে পদক ছিনিয়ে নিয়ে রাজ্যের মান উজ্জ্বল করবে বলেই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *