তিন দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় অর্থমন্ত্রী সীতারমন


নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বুধবার সকালে তিনদিনের সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। শ্রীলঙ্কার কলম্বো বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের হাইকমিশনার গোপাল বাগলে।

অর্থমন্ত্রক সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট করে জানিয়েছে, অর্থমন্ত্রী সীতারমন বুধবার তিন দিনের সরকারি সফরে শ্রীলঙ্কায় পৌঁছেছেন। শ্রীলঙ্কার কাতুনায়েকে বিমানবন্দরে শ্রীলঙ্কার জল সরবরাহ ও পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী জীবন থন্ডামান সীতারমনকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই স্বাগত অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন, গভর্নর সেন্থিল থন্ডামান, বিদেশ প্রতিমন্ত্রী থারাকা বালাসুরিয়া এবং সাংসদ মারুথাপান্ডি রামেশ্বরন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, এই সফরে সীতারামন শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিলদের আগমনের ২০০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলঙ্কা সরকার আয়োজিত ‘নেম টু হান্ড্রেড’ সম্মেলনে ভাষণ দেবেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহে এবং প্রধানমন্ত্রী দিনেশ গুনাবর্ধনেও অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফরে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *