রাজস্থানের যোধপুরে কালকা-হরিদ্বার ট্রেনের ধাক্কায় মৃত্যু এক যুবকের

যোধপুর, ১ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুরে কালকা-হরিদ্বার ট্রেনের ধাক্কায় মৃত্যু হল যুবকের। বুধবার সকালে রাজস্থান হাসপাতালের পিছনে রেল লাইন পার হতে গিয়ে কালকা-হরিদ্বার ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত যুবকের পিতার অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

মাতা কা থান থানা পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম ত্রিলোক (২৬)। যুবকটি বুধবার সকালে রাজস্থান হাসপাতালের পিছনের রেলের ট্র্যাক পেরোচ্ছিলেন। এরপর হঠাৎই কালকা-হরিদ্বার ট্রেনের ধাক্কায় তাঁর প্রাণ অকালে চলে যায়। মাতা কা থান থানার পুলিশ ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে।