কৃতজ্ঞচিত্তে সর্দার প্যাটেলকে স্মরণ গোটা দেশের, শ্রদ্ধাঞ্জলি অর্পণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): কৃতজ্ঞচিত্তে সর্দার বল্লভভাই প্যাটেলকে স্মরণ করল গোটা দেশ। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৮-তম জন্ম দিবস উপলক্ষে সমগ্র দেশজুড়ে মঙ্গলবার পালিত হয়েছে জাতীয় ঐক্য দিবস। লৌহপুরুষকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।

নতুন দিল্লির প্যাটেল চৌকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। প্রধানমন্ত্রী মোদীর লৌহপুরুষকে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এদিন সকালে এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “সর্দার প্যাটেলের জয়ন্তীতে আমরা তাঁর অদম্য চেতনা, দূরদর্শী রাষ্ট্রনায়কত্ব এবং অসাধারণ উৎসর্গের কথা স্মরণ করছি। জাতীয় সংহতির প্রতি তাঁর প্রতিশ্রুতি আমাদের পথ দেখায়। তাঁর সেবায় আমরা চির ঋণী।” গুজরাটের কেভাডিয়ার একতা নগরের স্ট্যাচু অফ ইউনিটিতে এদিন সকালে জাতীয় একতা দিবসের মূল অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *