নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের ৭৫০০ টিরও বেশি জায়গা থেকে মাটি দিল্লিতে আনা হয়েছে। এটি এখন অমৃত বনে পরিণত হবে।
মঙ্গলবার দিল্লিতে “মেরি মাটি মেরা দেশ-অমৃত কলস যাত্রা”– র সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শাহ বলেন, আজ সারা দেশ থেকে দিল্লিতে যে পবিত্র মাটি আনা হয়েছে, তা অমৃত বনে পরিণত হবে। এই অমৃত পাত্র যা আমাদের ২৫ বছর ধরে একটি মহান ভারত গঠনের জন্য অনুপ্রাণিত করবে।
শাহ বলেন, স্বাধীনতার অমৃত মহোৎসব স্মরণে প্রায় দুই লাখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি মানুষের মধ্যে চেতনা জাগিয়েছে। এখন আগামী ২৫ বছর দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের সবাইকে একসঙ্গে ভারতকে এক নম্বর করতে হবে। এই অমৃত পাত্র আমাদের দেশকে মহান করতে অনুপ্রাণিত করবে।