ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর।। রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল থেকেই। এক কথায় রাজ্য ভিত্তিক স্কুল ক্রীড়া আসরের ঢাকে কাঠি পড়ছে আগামীকাল থেকে। ৩ নভেম্বর পর্যন্ত চার ইভেন্টের ব্লক এবং এ এম সি লেভেলের নির্বাচনী শিবির অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর অনূর্ধ্ব ১৪ ছেলেদের ফুটবল এবং অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপে যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৪ নভেম্বর অনূর্ধ্ব ১৭ খো-খো এবং অনূর্ধ্ব ১৭ ফুটবলের সিলেকশন ট্রায়াল অনুষ্ঠিত হবে। মোটকথা এক সপ্তাহও আর হাতে নেই। আগামী ৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে দুই বিভাগে সাতটি ইভেন্টের রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়ার আসর। সেই লক্ষ্যে বিভিন্ন জেলাগুলো তাদের খেলাধুলার আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। ৭ থেকে ৯ নভেম্বর পাঁচটি ইভেন্টে রাজ্যভিত্তিক স্কুলের আসর সম্পন্ন হলে ৯ থেকে ১১ নভেম্বর হবে পরবর্তী দুটি ইভেন্টের প্রতিযোগিতা। প্রথম পাঁচটি ইভেন্টের আসরের সূচি অনুযায়ী পশ্চিম জেলাতে অনূর্ধ্ব ১৪, অনূর্ধ্ব ১৭ ও অনূর্ধ্ব ১৯ বয়স গ্রুপের জিমন্যাস্টিক্স ও ব্যাডমিন্টন; সিপাহীজলা জেলাতে অনূর্ধ্ব ১৭ বাস্কেটবল, ঊনকোটি জেলাতে অনূর্ধ্ব ১৭ ছেলেদের হকি এবং গোমতী জেলাতে অনূর্ধ্ব-১৪ ছেলেদের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এভাবেই পরবর্তী সময়ে হবে পার্ট থ্রি প্রতিযোগিতার আসর।
2023-10-31