BRAKING NEWS

সেলফি তুলতে গিয়ে যান দুর্ঘটনায় গুরুতর আহত ১৬ বছরের নাবালক 

ধর্মনগর, ৩১ অক্টোবর: আধুনিক প্রজন্ম নিজের জীবনের সতর্কতার চেয়ে আধুনিক জীবনের দুর্ধর্ষ্যতাকে বেশি পরিমাণে পছন্দ করতে গিয়ে নিজের বিপদ নিজেরাই ডেকে আনছে।

 মঙ্গলবার সাতসকালে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে একটি ফোন আসে, বড়ুয়াকান্দিতে  বিকল্প জাতীয় সড়কটি তৈরি হয়েছে তাতে একটি দুর্ঘটনা ঘটেছে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে দেখে একটি স্কুটি, একটি ই রিক্সাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুর্ঘটনার শিকার হয়ে ক্ষতবিক্ষত অবস্থায় স্কুটির চালক পড়ে আছে। স্কুটিটির নাম্বার টি আর০৫-ই-৬৯৬৩ এবং এবং যে ই-রিক্সাকে পেছনদিকে ধাক্কা দেয় তার নম্বর ডিএমসি ই-১০৯৪। 

 স্কুটির চালকের নাম সূর্য সরকার(১৬), বাড়ি ধর্মনগর পুর পরিষদের ১৭ নং ওয়ার্ডে। তার সাথে একটি মেয়ে ও ছিল। তার নাম শিবানী ভট্টাচার্য একই ওয়ার্ডের বাসিন্দা। 

 জানা যায় তারা জাতীয় সড়ক দিয়ে সেলফি তুলতে তুলতে যাচ্ছিল আচমকা গিয়ে ই-রিক্সার পেছনে ধাক্কা দিয়ে দুর্ঘটনা শিকার হয়েছে। ঘটনাস্থল থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সূর্য সরকারকে উদ্ধার করে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে। তার দাঁত ভেঙে গেছে এবং বা পা ভেঙ্গে গেছে। তাকে কর্তব্যরত চিকিৎসকরা সাথে সাথে আগরতলা জিবিপি হাসপাতালের উদ্দেশ্যে রেফার করে দিয়েছেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *