কুপওয়াড়া, ৩১ অক্টোবর (হি.স.) : জম্মু কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার কুপওয়ারা জেলার কর্নার নাভাগাবারা এলাকায় একটি গাড়ি খাদে পড়ে গেলে চারজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, গাড়িটি হঠাৎ রাস্তা থেকে ছিটকে কর্নার নাভাগাবারা এলাকার একটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। এই ঘটনায় গাড়িতে থাকা ১০ জন আহত হয়েছেন। আহতদের এসডিএইচ তাংধরে চিকিৎসা চলছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।