কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): শিক্ষা-রেশন দুর্নীতি নিয়ে বর্তমানে সরগরম রাজ্য-রাজনীতি। তৃণমূল সরকারের একের পর এক মন্ত্রী জেলে, সোমবার কলকাতায় এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
রাজ্য বিজেপির সভাপতি এদিন বলেন, ‘যে পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে, সরকার কোথা থেকে চলবে, সেটাই বড় প্রশ্ন। সরকার কি জেলের ভিতর থেকে চলবে, না জেলের বাইরে থেকে চলবে। এই ধরনের সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কেন্দ্র অবশ্যই পদক্ষেপ করবে’।
রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আগামীদিনে বাংলার সরকার কোথা থেকে চলবে সেটা প্রশ্নের। এই ভাবে যদি প্রশাসনিক কোনো সংকট দেখা দেই তাহলে কেন্দ্র নিশ্চয় পদক্ষেপ নেবে। আমরা অবশ্যই জানাবো সব তথ্য।
রাজ্য বিজেপি সভাপতির কথায়, ‘তৃণমূল নিজেদের দুর্নীতি থেকে চোখ সরাতে এসব করছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মিথ্যে অপপ্রচার করছে তৃণমূল । আমরা আগামী মাসে কয়েক লক্ষ বঞ্চিত সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় আবাস যোজনার সুযোগ পায়নি কাটমানি না দিতে পেরে তাদের একত্রিত করে সমাবেশ করব।’